HEAD OF THE TEACHER MESSAGE

Principal Message

সু-শিক্ষা জাতির মেরুদন্ড। বহুদিন ধরে সফিপুর তথা বৃহত্তর কালিয়াকৈর উপজেলায় সু-শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এতদ্বঞ্চলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বড়ই অভাব বোধ করি। তাই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের অভাব দূরীকরণার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস ‘সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ’। আমাদের এই প্রতিষ্ঠানটি সচেতন অভিভাবকগণের সন্তানদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সুশিক্ষার আশা পূর্ণ করবে এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে একটি ভিত তৈরি করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এতদ্বঞ্চলে অভিভাবক, শিক্ষানুরাগী ও সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা পেলে আমরা আমাদের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশা-আল্লাহ। ধন্যবাদান্তে মোঃ হাবিবুর রহমান (এমএসসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

Admission Related

Go To Admission Page

Click Here And Go Directly To Admission Page.

Appling Instruction

Click Here To See All The Instruction For Admission.

Apply Online (Admission Form)

Click Here To Apply Online.