PRESIDENT MESSAGE

Chairman's Message

জাতিকে সম্পদশালী, শক্তিশালী, উন্নত করতে “শিক্ষা ও জ্ঞান” সর্ব সাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। শিশুর মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যা একান্ত প্রয়োজন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই সুশিক্ষিত হওয়া যায় না। সুশিক্ষিত হতে হলে সৃজনশীল অনুভূতি প্রায়োগিক প্রজ্ঞা অর্জনে করতে হয়। একটি সুন্দর জীবন ও জাতি গঠনে শিশুকে যথোপযুক্ত করে গড়ে তোলার বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই আগামী দিনের দক্ষ মানব সম্পদ সৃষ্টির প্রয়াসে ১৯৯৫ সালে আমি “সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠা করি। সকলের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি গাজীপুর জেলার একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে স্ব-মহিমায় উদ্ভাসিত। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীর সাফল্যেই প্রতিষ্ঠানের সাফল্য। এ বোধকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে আগামীর পথে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চমৎকার সমন্বয় পরিকল্পিত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতা পেলে আমরা দ্রুত কাক্ষিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো- ইনশাল্লাহ। ধন্যবাদান্তে মোঃ হাবিবুর রহমান (এমএসসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

Admission Related

Go To Admission Page

Click Here And Go Directly To Admission Page.

Appling Instruction

Click Here To See All The Instruction For Admission.

Apply Online (Admission Form)

Click Here To Apply Online.