বর্তমান অসততা, আর্থ-সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে সৎ, আদর্শ, নিষ্ঠাবান এবং আলোকিত মানুষ তৈরি করা।
শিক্ষার্থী ও পিতা-মাতার লালিত স্বপ্ন বাস্তবায়নে অব্যাহত ও সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে প্রস্তুত করে তার মধ্যে অন্তর্নিহিত শক্তি ও দৃঢ় আস্থা সৃষ্টি করা।
প্রত্যেক শিক্ষার্থীর নৈতিক, সামাজিক, শারীরিক ও মানসিক দিকসমূহদের সম্ভাব্য সর্বোচ্চ উন্নতির সুযোগ নিশ্চিতকরণ।
এইচএসসি পরীক্ষায় গোল্ডেন A+ (এ-প্লাস) সহ ১০০% পাশের সাফল্যের দৃঢ় প্রত্যয় নিয়ে এলাকার ও এর
আশপাশের বিস্তৃত এলাকার সচেতন অভিভাবকগণের সন্তানদের শিক্ষার চাহিদা পূরণ।
শিক্ষার্থীদের সু-শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং উচ্চ শিক্ষা লাভের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারাই কলেজটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
বৈশিষ্ট্য :
* নিজস্ব ভবন ও নিরিবিলি পরিবেশে পাঠদান।
* পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।
* অমনোযোগী ও দূর্বল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কাউন্সিলিং।
* প্রয়োজন অনুসারে বিষয়ভিত্তিক হ্যান্ডনোট সরবরাহ।
* শ্রেণিকক্ষে পাঠ প্রস্তুতের ব্যবস্থা।
* স্পোকেন ইংলিশ ও কম্পিউটার শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান
*মাল্টিমিডিয়া পাঠদান পদ্ধতি (বিশেষক্ষেত্রে)।
* মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
পাঠদান পদ্ধতি:
♦ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্বাবধানে পাঠ পরিকল্পনা প্রস্তুতকরণ এবং তদানুসারে পাঠদান কার্যক্রম পরিচালিত করা।