Shafipur Ideal Public School & College

Read More

Principal Message

সু-শিক্ষা জাতির মেরুদন্ড। বহুদিন ধরে সফিপুর তথা বৃহত্তর কালিয়াকৈর উপজেলায় সু-শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এতদ্বঞ্চলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বড়ই অভাব বোধ করি। তাই উচ্চ মাধ্যমিক পর্যায়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের অভাব দূরীকরণার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস ‘সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ’। আমাদের এই প্রতিষ্ঠানটি সচেতন অভিভাবকগণের সন্তানদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সুশিক্ষার আশা পূর্ণ করবে এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে একটি ভিত তৈরি করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এতদ্বঞ্চলে অভিভাবক, শিক্ষানুরাগী ও সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা পেলে আমরা আমাদের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারব ইনশা-আল্লাহ। ধন্যবাদান্তে মোঃ হাবিবুর রহমান (এমএসসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান Read More

Chairman's Message

জাতিকে সম্পদশালী, শক্তিশালী, উন্নত করতে “শিক্ষা ও জ্ঞান” সর্ব সাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। শিশুর মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যা একান্ত প্রয়োজন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই সুশিক্ষিত হওয়া যায় না। সুশিক্ষিত হতে হলে সৃজনশীল অনুভূতি প্রায়োগিক প্রজ্ঞা অর্জনে করতে হয়। একটি সুন্দর জীবন ও জাতি গঠনে শিশুকে যথোপযুক্ত করে গড়ে তোলার বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই আগামী দিনের দক্ষ মানব সম্পদ সৃষ্টির প্রয়াসে ১৯৯৫ সালে আমি “সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ” প্রতিষ্ঠা করি। সকলের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি গাজীপুর জেলার একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে স্ব-মহিমায় উদ্ভাসিত। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীর সাফল্যেই প্রতিষ্ঠানের সাফল্য। এ বোধকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে আগামীর পথে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চমৎকার সমন্বয় পরিকল্পিত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতা পেলে আমরা দ্রুত কাক্ষিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো- ইনশাল্লাহ। ধন্যবাদান্তে মোঃ হাবিবুর রহমান (এমএসসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান Read More

Mission & Vision

ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে।

মেধাবী শিক্ষার্থীদের একাংশ

লক্ষ্য ও উদ্দেশ্য :

  • বর্তমান অসততা, আর্থ-সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে সৎ, আদর্শ, নিষ্ঠাবান এবং আলোকিত মানুষ তৈরি করা। 
  • শিক্ষার্থী ও পিতা-মাতার লালিত স্বপ্ন বাস্তবায়নে অব্যাহত ও সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে প্রস্তুত  করে তার মধ্যে অন্তর্নিহিত শক্তি ও দৃঢ় আস্থা সৃষ্টি করা।
  • প্রত্যেক শিক্ষার্থীর নৈতিক, সামাজিক, শারীরিক ও মানসিক দিকসমূহদের সম্ভাব্য সর্বোচ্চ উন্নতির সুযোগ নিশ্চিতকরণ।
  • এইচএসসি পরীক্ষায় গোল্ডেন A+ (এ-প্লাস) সহ ১০০% পাশের সাফল্যের দৃঢ় প্রত্যয় নিয়ে এলাকার ও এর 
  • আশপাশের বিস্তৃত এলাকার সচেতন অভিভাবকগণের সন্তানদের শিক্ষার চাহিদা পূরণ।
  • শিক্ষার্থীদের সু-শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং উচ্চ শিক্ষা লাভের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারাই কলেজটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
বৈশিষ্ট্য :
     * নিজস্ব ভবন ও নিরিবিলি পরিবেশে পাঠদান।
     * পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।
     * অমনোযোগী ও দূর্বল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কাউন্সিলিং।
    * প্রয়োজন অনুসারে বিষয়ভিত্তিক হ্যান্ডনোট সরবরাহ।
     * শ্রেণিকক্ষে  পাঠ প্রস্তুতের ব্যবস্থা।    
     * স্পোকেন ইংলিশ ও কম্পিউটার শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান
     *মাল্টিমিডিয়া পাঠদান পদ্ধতি (বিশেষক্ষেত্রে)।
    * মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।        
পাঠদান পদ্ধতি:
        ♦ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্বাবধানে পাঠ পরিকল্পনা প্রস্তুতকরণ এবং তদানুসারে পাঠদান কার্যক্রম                          পরিচালিত করা।

    

Read More